জাগরেব উৎসবে সেরা চলচ্চিত্র ইরানি অ্যানিমেশন
পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২১
মাহবুবেহ কালায়ি পরিচালিত ও ডকুমেন্টারি অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফিল্ম সেন্টার প্রযোজিত ‘দ্যা ফোর্থ ওয়াল’ অ্যানিমাফেস্ট জাগরেব ২০২১ এ সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিতেছে। চায়না এসসিতে শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবটির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ছয় দিনের উৎসবে সাড়ে তিনশতের অধিক চলচ্চিত্র দেখানো হয় এবং অসংখ্য সাইড-ইভেন্ট আয়োজন করা হয়। সেরা লেখক ও চলচ্চিত্র ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
অ্যানিমাফেস্ট জাগরেব এর এবারের আসর ক্রোয়েশিয়ার জাগরেবে ৭ থেকে ১২ জুন অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।