মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ছয় মাসে ইরানের বৈদেশিক বাণিজ্য ৫০ বিলিয়ন ছাড়াল

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২২ 

news-image

চলতি ফারসি বছর ১৪০১ সালের প্রথমার্ধে ইরানের বৈদেশিক বাণিজ্যে ৫০ দশমিক ২৮২ বিলিয়ন ডলার ছাড়াল। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।আইআরআইসিএ-এর জনসংযোগ বিভাগের মতে, ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ৬৮ দশমিক ১০৩ মিলিয়ন টন হয়েছে৷এই সময়ে, ২৪ দশমিক ২৫১ বিলিয়ন ডলার মূল্যের ৫ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টন তেল বহির্ভূত পণ্য দেশ থেকে রপ্তানি করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে ১২ দশমিক ৫ শতাংশ কম। তবে মূল্যের দিক দিয়ে ১৩ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। সূত্র: মেহর নিউজ।