চলমান ইরান: ৬০ লাখ বিদেশি পর্যটক, রপ্তানি খাতে নতুন রেকর্ড ও প্রবৃদ্ধিতে আশাবাদ
পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২৪
ইরানে নানা ক্ষেত্রে অগ্রগতি সবার নজর কাড়ছে। গত কয়েক দিনের খবর পর্যালোচনা করলেও ইরানের উন্নয়ন-অগ্রগতির একটা চিত্র পাওয়া যায়।
ইরানে এক বছরে পর্যটক এসেছে ৬০ লাখ; আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ৬ ধাপ অগ্রগতি
বিশ্ব পর্যটন সংস্থা জানিয়েছে, বিগত ২০২৩ সালে ৬০ লাখ বিদেশি পর্যটক ইরান সফর করেছেন। এর ফলে বিশ্ব পর্যটন র্যাঙ্কিংয়ে ইরান ছয় ধাপ এগিয়েছে। ২০২২ সালে বিদেশি পর্যটকের সংখ্যার দিক থেকে ইরান ৪০তম অবস্থানে ছিল, ২০২৩ সালে ছয় ধাপ এগিয়ে ইরান বিশ্বে ৩৪তম স্থান অর্জন করেছে।
ইরানের কৃষিপণ্য রপ্তানি একশ’ কোটি ডলার বেড়েছে
ইরানের কৃষি উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ আলি নিকবাখ্ত বলেছেন, বিগত ফার্সি ১৪০২ সালে ইরানের কৃষি পণ্য রপ্তানির পরিমাণ আগের বছরের তুলনায় একশ’ কোটি ডলার বেড়েছে। একই সময়ে ইরানের কৃষি খাতে বাণিজ্য ঘাটতি কমেছে। তিনি বলেন, কৃষি খাতের বাণিজ্য ঘাটতি ২০০ কোটি ডলার কমেছে।
ইরানের বিরুদ্ধে আইএইএ’র বোর্ড অব গভর্নরসের প্রস্তাবের নিন্দা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স ইরান বিরোধী প্রস্তাবের নিন্দা জানিয়েছে। ঐ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে অতীতের মতো এবারও অগঠনমূলক প্রস্তাব পাস করেছে। আইএইএ তাদের প্রস্তাবে অন্যায়ভাবে ইরানকে অভিযুক্ত করে বলেছে, এই সংস্থার সাথে তেহরান পরমাণু ইস্যুতে যথেষ্ট সহযোগিতা করছে না। এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরনের প্রস্তাব পাস ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো রকমের প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি অনুসারে ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার রাখে’।
ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির গড় হার বেড়ে ৫ শতাংশে পৌঁছেছে
অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকো’র অর্থনৈতিক গবেষণা পরিচালনা কমিটির সপ্তম সভায় ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, গত তিন বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির গড় হার বেড়ে ৫ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে বেকারত্বের হার নিরবচ্ছিন্নভাবে হ্রাস পেয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার ভারত
ভারতের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তিনি নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছেন, ‘আপনার নেতৃত্ব ও নির্দেশনায় ভারত নানা ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বড় অংশীদার হয়ে উঠেছে’।
ইরান গত বছর একশ’ কোটি ডলারের পেস্তা রপ্তানি করেছে
ইরানের জাতীয় পেস্তা অ্যাসোসিয়েশনের বোর্ড অফ ট্রাস্টি’র ভাইস চেয়ারম্যান জলিল কারবাখশ রাভারি বলেছেন, গত বছর (ফার্সি ১৪০২ সাল) একশ’ কোটি ডলারের পেস্তা রপ্তানি করা হয়েছে। তিনি বলেন, গত বছর ইরানে দুই লাখ টন পেস্তা উৎপাদিত হয়েছিল, যার মধ্যে এক লাখ ২০ হাজার টন পেস্তা বিভিন্ন দেশে প্রায় একশ’ কোটি ডলারে বিক্রি করা হয়েছে। এখন ইরানের ২৭টি প্রদেশে পেস্তা উৎপাদিত হয়।
আফগানিস্তান বিষয়ক আঞ্চলিক কন্টাক্ট গ্রুপের বৈঠকের আয়োজন করেছে ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ রাসুল মুসাভি বলেছেন, আফগানিস্তান বিষয়ক আঞ্চলিক কন্টাক্ট গ্রুপের দ্বিতীয় বৈঠক আজ (শনিবার) তেহরানে শুরু হয়েছে। ইরান, চীন, রাশিয়া ও পাকিস্তানের বিশেষ প্রতিনিধি এই বৈঠকে অংশ নিচ্ছেন।
চীনে ইরানের তেল রপ্তানি রেকর্ড ভেঙেছে
মার্কিন ম্যাগাজিন ব্লুমবার্গ লিখেছে, চীন গত মাসে (মে) ইরান থেকে ১৫ লাখ ৪০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা অক্টোবরের পর সর্বোচ্চ। /পার্সটুডে/