সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড পেলেন ইরানের দুই শিল্পী

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২১, ২০২২ 

news-image

গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ পেলেন ইরানের দুই শিল্পী। তারা হলেন, আবদোলহোসেন মোখতাবাদ এবং আরমান মানশায়েই।আব্দুল হোসেন মোক্তাবাদ একজন পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে ‘দিজ মোমেন্ট’ এর জন্য রৌপ্য পদক জিতেছেন। এছাড়াও, আরমান মানশায়েই পরীক্ষামূলক শিল্পকর্ম হিসেবে ‘হোমল্যান্ড’ এর জন্য রৌপ্য পদক পেয়েছেন।এর আগে ২০২০ সালে জনপ্রিয় গায়ক আবদোল হোসেইন মোখতাবাদের ফার্সি গান ‘আজ শার্ম দার হেজাবাম’ (আমি লজ্জা থেকে পর্দার আড়ালে) গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডে স্বর্ণপদক জিতে।২০১১ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডস একটি সুপরিচিত আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতা। স্বাধীন সঙ্গীতশিল্পীদের অংশগ্রহণে এটি উদযাপিত হয়। সূত্র: মেহর নিউজ।