শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

গিলান থেকে রপ্তানি বেড়েছে ২০ শতাংশ

পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০২১ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর) ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশ থেকে রপ্তানি বেড়েছে ২০ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে বলে জানিয়েছেন এক প্রাদেশিক কর্মকর্তা।

গিলানের গভর্নর জেনারেল আরসালান জারে জানান, প্রদেশ থেকে এবছরের প্রথম ছয় মাসে ৩১৫ মিলিয়ন মার্কিন ডলারের ৫ লাখ ৩ হাজার টন মালামাল রপ্তানি হয়েছে।

এই কর্মকর্তা আশা প্রকাশ করেন, প্রথম ছয় মাসের চেয়ে বছরের দ্বিতীয় ছয় মাসে পণ্য রপ্তানি আরও বাড়বে। তিনি বলেন, আমাদের আস্থা রয়েছে প্রদেশ থেকে এবছর ৭২০ মিলিয়ন ডলারের রপ্তানি টার্গেট অর্জিত হবে। সূত্র: তেহরান টাইমস।