খারিজমি আন্তর্জাতিক উৎসবে যুক্ত হচ্ছে উদ্ভাবন ও প্রযুক্তি
পোস্ট হয়েছে: মে ১২, ২০২২

৩৬তম খারিজমি আন্তর্জাতিক উৎসবের গ্রহণযোগ্য ক্ষেত্রগুলোতে উদ্ভাবন এবং প্রযুক্তির ক্ষেত্রগুলো যুক্ত করা হয়েছে। ইরানের বিজ্ঞানমন্ত্রী মোহাম্মদ-আলি জোলফিগোলের পরামর্শে এবারের আসরে উদ্ভাবন ও প্রযুক্তি যুক্ত হচ্ছে। রোববার এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা।
এবার অ্যারোস্পেস, সিভিল ইঞ্জিনিয়ারিং, উপকরণ, ধাতুবিদ্যা এবং নতুন শক্তি, কৃষি, প্রাকৃতিক সম্পদ, প্রাণী বিজ্ঞান এবং ভেটেরিনারি মেডিসিন, বৈদ্যুতিক এবং কম্পিউটার, মেকানিক্স, মৌলিক বিজ্ঞান, সবুজ প্রযুক্তি, মেকাট্রনিক্স, বায়োটেকনোলজি এবং মৌলিক চিকিৎসাবিজ্ঞান, শিল্প এবং প্রযুক্তি ব্যবস্থাপনা, চিকিৎসাবিজ্ঞান, রাসায়নিক প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে আবেদন গ্রহণ করা হবে। ৩৬তম খারিজমি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করতে আগ্রহীরা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাদের আবেদন পাঠাতে পারবেন। বার্ষিক খারিজমি আন্তর্জাতিক উৎসব ইরানি এবং বিদেশী উভয় অংশগ্রহণকারীদের বৈজ্ঞানিক কৃতিত্ব প্রদর্শনের জন্য একটি সুযোগ। সারা বিশ্বের গবেষক, উদ্ভাবক এবং উদ্ভাবকদের অসামান্য বৈজ্ঞানিক কৃতিত্বের স্বীকৃতি দিতে খারিজমি আন্তর্জাতিক পুরস্কার চালু করা হয়। সূত্র: তেহরান টাইমস।