কেরমানশাহে প্রতিষ্ঠিত হচ্ছে কাঠের জাদুঘর
পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২১
ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে স্থানীয় কারিগরদের কাঠের কাজের জন্য নিবেদিত একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন স্থানীয় পর্যটন কর্মকর্তা আকরাম তাহমাসেবি।
বুধবার তিনি বলেন, বেসরকারি খাত ও প্রদেশের কারিগরদের সহযোগিতায় জাদুঘরটি চালু করা হবে। এই কর্মকর্তা জানান, কেরমানশাহ প্রদেশে উল্লেখযোগ্য কাঠের ভাস্কর এবং শিল্পী আছেন যারা দেশ ও বিদেশে বেশ সুপরিচিত। তাহমাসেবি বলেন, এলাকায় এই ধরনের একটি কাঠের জাদুঘর স্থাপন করা হলে সমগ্র জনগণকে এই ক্ষেত্রের শিল্পীদের এবং তাদের স্মৃতিস্তম্ভের কাজের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে। উল্লেখ্য, কেরমানশাহে বিভিন্ন ধরনের বিস্ময়কর ঐতিহাসিক স্থান রয়েছে।এর মধ্যে বিসোতুন এবং তাক-ই বোস্তান উভয়ই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। সূত্র: তেহরান টাইমস।