বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

কুদস দিবসে স্লোগান-লেখা প্রতিযোগিতা

পোস্ট হয়েছে: মে ২০, ২০২০ 

news-image

বিশ্ব কুদস দিবস উপলক্ষে স্লোগান-লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে ইরানের ইসলামি উন্নয়ন সংস্থার শিল্পকলা বিভাগ। ‘স্টোন লেটারস’ শিরোনামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আগ্রহীরা ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব, ইহুদিবাদবিরোধী প্রতিরোধ, ইসলামি বিশ্বের একতা ও মানবাধিকার বিষয়ে ছোট ছোট বাক্য ও স্লোগান লিখে পাঠাতে পারবেন। ইসলামি উন্নয়ন সংস্থার শিল্পকলা বিভাগ ‘হোওজেহ হোনারি’ বরাবর লেখা পাঠাতে হবে।

বাছাইকৃত সংক্ষিপ্ত বাক্য ও স্লোগানগুলো হোওজেহ হোনারি এর ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং সেরা স্লোগানগুলোকে পুরস্কার দেয়া হবে।

প্রতিবছর রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে পালিত হয়। এদিনের মিছিলে ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বব্যাপী সমর্থন জানানো হয় এবং ফিলিস্তিনে ইসরাইলি জবর-দখলের বিরোধিতা করা হয়। ১৯৭৯ সালে এই দিবস চালু করেন ইরানের ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমইনী (র.)। তার আহ্বানে বিশ্বের ৮০টি দেশে কুদস দিবস পালিত হয়। এবছর ২২ মে দিবসটি পালিত হবে। সূত্র: আহলে বায়েত নিউজ এজেন্সি।