রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কারাতে-১ প্রিমিয়ার লিগে ইরানের দুই মেডেল

পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২০ 

news-image

অস্ট্রিয়ার সালজবার্গে অনুষ্ঠিত কারাতের প্রথম শ্রেণির আন্তর্জাতিক ইভেন্টে দুটি স্বর্ণপদক জিতেছে ইরানি যোদ্ধারা। এবারের আসরের তৃতীয় স্টপে এসব পদক জয় করেন ফার্সি অ্যাথলেটরা।

পুরুষদের ৭৫ কেজি ওজন-শ্রেণির কারাতে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে ইউক্রেনের স্টানিসলাভ হোরুনার বিরুদ্ধে শেষ মুহূর্তে বিজয় ছিনিয়ে আনেন বাহমান আসগারি। ঘরে তোলেন সোনার মেডেল। এ নিয়ে এবছর তৃতীয়বারের মতো স্বর্ণজয় করলেন তিনি। এর আগে সান্তিয়াগো ও প্যারিসে তিনি স্বর্ণপদক জয় করেন।

ইরানের পদক তালিকায় আরেকটি স্বর্ণপদক যোগ করেন কারাতে হামিদেহ আব্বাসালি। মেয়েদের ৬৮ কেজি কারাতে প্রতিযোগিতার ফাইনাল বাউটে রোববার তিনি ইতালির ক্লিও ফেররাকুটিকে ২-১ পয়েন্টে পরাজিত করেন। চলতি মৌসুমে এর আগে প্যারিসে স্বর্ণপদক জয় করেন আব্বাসালি।

সালজবার্গে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় ৮৮টি দেশের ৬ শতাধিক প্রতিযোগী অংশ নেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।