কারবালায় কন্স্যুলেট অফিসে হামলার কঠোর নিন্দা জানালো ইরান
পোস্ট হয়েছে: মে ১০, ২০২১
ইরাকের পবিত্র কারবালা শহরের ইরানি কন্স্যুল্টে অফিসে হামলার কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। এ ঘটনার পর ইরানের কূটনৈতিক মিশন রক্ষার বিষয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষার জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ আজ (সোমবার) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় বলেন, দুর্ভাগ্যক্রমে গতরাতে কিছু ব্যক্তি কারবালায় ইরানি কন্স্যুলেট অফিসে হামলা চালিয়েছে। তেহরান বিষয়টি দ্রুতগতিতে ইরাকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।
খাতিবজাদেহ জানান, বাগদাদে তেহরানের দূতাবাসও বিষয়টি নিয়ে কাজ করছে। একইসাথে ইরাকি পুলিশ ও নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে।
রোববার রাতে একদল দুষ্কৃতকারী কারবালা শহরের ইরানি কন্স্যুলেট অফিসে হামলা ও আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। পার্সটুডে