কাতার বিশ্বকাপ থেকে পর্যটক আকৃষ্টের আশা ইরানের
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/3639311.jpg)
কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ ফিফা বিশ্ব কাপ থেকে বিপুল সংখ্যক পর্যটক আকৃষ্টের আশা করছে প্রতিবেশী ইরান। দেশটির পর্যটন উপমন্ত্রী ভালি তেইমুরি মঙ্গলবার বলেন, ইরানের উচিত কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ ফিফা বিশ্ব কাপকে নিজেদের পর্যটন খাতকে তুলে ধরার একটা সুযোগ হিসেবে গ্রহণ করা।
তিনি বলেন, কাতার ২০২২ বিশ্ব কাপ বিদেশি পর্যটকদের দেশের প্রতি আকৃষ্ট করার একটি মহা সুযোগ করে দেবে। এটি হবে আমাদের দেশের পর্যটন সক্ষমতা সেই সাথে সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরার একটি বড় ভেন্যু।
তেইমুরি আশা প্রকাশ করে বলেন, বিশ্বকাপ উপলক্ষে কাতারে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটবে। এসব পর্যটকের অন্যান্য পর্যটন গন্তব্যেও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সে হিসেবে তারা আমাদের দেশেও আসতে পারে। সূত্র: তেহরান টাইমস।