করোনা শনাক্তের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট বানাবে ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০২০

করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্তকরণের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট উৎপাদন করবে ইরান। দেশটির একটি বিজ্ঞান-ভিত্তিক কোম্পানি আগামী মাস থেকে এই কিট উৎপাদন শুরু করবে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. ভাহিদ ইউনেসি শনিবার এই তথ্য জানান।
মেহর নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, অ্যান্টিজেনের ভিত্তিতে করোনা ভাইরাসের র্যাপিড শনাক্তকরণ কিট তার কোম্পানিতে উৎপাদন হবে। কিটটি উৎপাদনের লাইসেন্স পাওয়া গেছে বলে জানান তিনি।
ড. ইউনেসি আরও জানান, এই করোনা ভাইরাস র্যাপিড টেস্ট কিটগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। এগুলো ব্যবহার করা হবে মূলত স্বাস্থ্য কেন্দ্র, হেল্থ হাউজ ও হাসপাতালগুলোতে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে কেউ র্যাপিড টেস্ট কিট ব্যবহার করতে পারবে না। তাদেরকে নিকটস্থ সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে পরীক্ষা করতে হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।