বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনা টেস্ট কিট রপ্তানিতে প্রস্তুত ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২০ 

news-image

ইরান অন্যান্য দেশে দেশীয়ভাবে তৈরি প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তকারী টেস্ট কিট রপ্তানিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা। বুধবার পাস্তুর ইনস্টিটিউট অব ইরানের প্রধান আলিরেজা বিগলারি এই ঘোষণা দিয়েছেন।  

ইরানের জ্ঞানভিত্তিক কোম্পনিগুলো কিট উৎপাদন শুরু করেছে। করোনা টেস্ট কিট গণউৎপাদনের প্রক্রিয়াও ইরানে সম্পন্ন হয়েছে।

বিগলারি বলেন, ৫০টির মতো প্রযুক্তি প্রতিষ্ঠান টেস্ট কিট উৎপাদনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। এদের মধ্য থেকে বাছাই করা পাঁচটি কোম্পানিকে পাস্তুর ইনস্টিটিউট উৎপাদন শুরুর অনুমতি দিয়েছে। আমরা এখন কিট উৎপাদনে বিদেশিদের থেকে স্বাধীন এবং দেশীয় চাহিদা পূরণে সক্ষম।  

তিনি আরও বলেন, যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর তত্বাবধানে প্রতিবেশী দেশগুলোর সাথে জ্ঞান ভাগাভাগি করতে পারি।