বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনায় চলে গেলেন ইরানের আরেক সাবেক জাতীয় ফুটবলার

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২১ 

news-image

ইরানের কিংবদন্তি ফুটবলার ও টেলিভিশনের ধারাভাষ্যকার আলী আনসারিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইরানের জাতীয় দলের এই সাবেক ফুটবলার বহু বছর তেহরানের পের্সপোলিস দলের হয়ে খেলেছেন। সেইসঙ্গে পের্সপোলিসের প্রধান প্রতিদ্বন্দ্বী টিম এস্তেগলালের হয়েও ফুটবল খেলেছেন আনসারিয়ান।

গত ১১ জানুয়ারি পের্সপোলিস ও এস্তেগলাল টিমের মধ্যে একটি ফুটবল ম্যাচে টেলিভিশনের স্টুডিওতে আরেক সাবেক ফুটবলার মেহ্‌রদাদ মিনাভান্দের সঙ্গে একসঙ্গে ধারাভাষ্য দিয়েছেন আনসারিয়ান। মিনাভান্দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ জানুয়ারি তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

আলী আনসারিয়ান দুই সপ্তাহে আগে কোভিড-১৯-এ আক্রান্ত হন এবং ফুসফুসের বেশিরভাগ অংশে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হবে বলে চিকিৎসকরা আশা করলেও তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল (বুধবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী আনসারিয়ান। পার্সটুডে