মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

করোনার টিকা তৈরির কাজও এগিয়ে নিচ্ছিলেন বিজ্ঞানী ফাখরিজাদে: ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০২০ 

news-image

পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জেনেভায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাকায়ি হামানা বলেছেন, বিজ্ঞানী ফাখরিজাদে স্বাস্থ্য ও চিকিৎসা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি বলেন, ইরানে প্রথম করোনাভাইরাস শনাক্তকরণ কিট তৈরির পাশাপাশি করোনাভাইরাসের টিকা তৈরির চলমান প্রকল্পে তার সম্পৃক্ততা ছিল। শহীদ ফাখরিজাদে করোনাভাইরাসের টিকা তৈরির প্রকল্প পরিচালনা করছিলেন।

এ সংক্রান্ত তথ্য উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাসের কাছে একটি চিঠিও লিখেছেন ইরানের এই প্রতিনিধি।

ইসমাইল বাকায়ি হামানা সেখানে লিখেছেন, এ ধরণের হত্যাকাণ্ডের বিষয়ে নীরবতা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ক্ষেত্রে নীরবতা এ ধরণের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয়ে পরিণত করবে এবং বিশ্বের নানা প্রান্তে এ ধরণের হত্যাকাণ্ড ঘটার আশঙ্কা বাড়বে।

এর আগে ইরানের এই প্রতিনিধি জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন।

গত ২৭ নভেম্বর ইরানের রাজধানী তেহরানের অদূরে সন্ত্রাসী হামলায় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে শাহাদাৎবরণ করেছেন। পার্সটুডে