করোনাভাইরাস নিয়ন্ত্রণে পুরোপুরি প্রস্তুত ইরান: হু
পোস্ট হয়েছে: মার্চ ১১, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/03/3404342.jpg)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের রিজিওনাল ইমারজেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেননান বলেছেন, নোভেল করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
তিনি একদল বিশেষজ্ঞের সাথে মঙ্গলবার তেহরানের একটি হাসপাতাল রিসোর্টস পরিদর্শন করেন। এসময় তিনি এই মন্তব্য করেন। করোনা আক্রান্ত রোগীদের সেবা ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সর্বোচ্চ পর্যায়ে চলমান রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য তিনি এই পরিদর্শন করেন। খবর আইআরএনএ এর।
হু কর্মকর্তা বলেন, সংক্রামক রোগ বিশেষত কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে দায়বদ্ধ সংস্থাগুলো ও সরকারের মধ্যে শক্তিশালী সহযোগিতা প্রতিষ্ঠা করা। সৌভাগ্যক্রমে যা ইরানে স্পষ্টতই দৃশ্যমান রয়েছে।
ব্রেননান আরও বলেন, ইরানিদের আচার-আচরণ শক্তিশালী, কার্যকর ও যথার্থ ভাবে বিভিন্ন সংকট ব্যবস্থাপনায় সক্ষম এবং দেশটি কোভিড-১৯ সংকটও কাটিয়ে উঠতে পারবে।
এরআগে শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে হু পরিচালক করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে রোল মডেল হিসেবে উল্লেখ করেন। বলেন, ইরান করোনাভাইরাস মোকাবেলায় গঠনমূলক প্রতিরোধ পদক্ষেপ নিয়েছে। তাই অঞ্চলের অন্যান্য দেশগুলো দেশটির এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। সূত্র: তেহরান টাইমস।