বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

করোনাভাইরাস টেস্ট কিটের গণউৎপাদনে তিন ইরানি কোম্পানি

পোস্ট হয়েছে: মার্চ ১৯, ২০২০ 

news-image

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি জানিয়েছেন, দেশে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় স্বল্প সময়ে দেশীয় জৈবপ্রযুক্তি কোম্পানিগুলো বিশাল বিশাল পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার এক ইনস্টাগ্রাম পোস্টে জৈবপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরতে গিয়ে এই তথ্য জানান তিনি। সাত্তারি বলেন, জৈবপ্রযুক্তির বিকাশ কেবল দেশের আর্থিক প্রবৃদ্ধি এনে দেবে না এটা দেশের নিরাপত্তাও জোরদার করবে।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তের টেস্ট কিট উৎপাদনে ছয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনটি কোম্পানির উৎপাদিত এসব কিট প্রয়োজনীয় মান পূরণ করতে সক্ষম হয়েছে। এই তিন কোম্পানি গণহারে করোনাভাইরাসের টেস্ট কিট উৎপাদন করবে। আগামী সপ্তাহ পর্যন্ত তারা উৎপাদন চালিয়ে যাবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।