ওয়ার্ল্ড ট্রান্সপ্ল্যান্ট গেমসে তৃতীয় ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/3216226.jpg)
যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২০১৯ ওয়ার্ল্ড ট্রান্সপ্ল্যান্ট গেমসে (ডব্লিউটিজি) তৃতীয় স্থান অধিকার করেছে ইরানি টিম। ৬০ জন অ্যাথলেটের সমন্বয়ে গঠিত ইরানি টিম এই কৃতিত্ব লাভ করে। ২০১৯ ওয়ার্ল্ড ট্রান্সপ্ল্যান্ট গেমসে ইরানি অ্যাথলেটরা মোট ৯৫টি মেডেল লাভ করে। যুক্তরাজ্যের নিউক্যাসলে ১৭ থেকে ২৩ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ডব্লিউটিজি এর এবারের আসরে ইরানি অ্যাথলেটরা ২৬টি স্বর্ণ, ৩৬টি রৌপ্য ও ৩৩টি ব্রোঞ্জ পদক লাভ করে তৃতীয় স্থান অধিকার করে।
ওয়ার্ল্ড ট্রান্সপ্ল্যান্ট গেমসে অংশ নিতে বিশ্বের ৫৬টি দেশ থেকে আগত প্রতিযোগীরা ইংল্যান্ডের নিউক্যাসলে সমবেত হন। আন্তর্জাতিক এই মাল্টি-স্পোর্ট ইভেন্টে গ্রেট ব্রিটেন ২০৫টি স্বর্ণ, ১৫২টি রৌপ্য ও ১২৭টি ব্রোঞ্জ পদক জিতে প্রথম স্থান অধিকার করে। অন্যদিকে আমেরিকা ৬৭টি স্বার্ণ, ৫১টি রৌপ্য ও ৩৮টি ব্রোঞ্জ পদক জয় করে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে।
ওয়ার্ল্ড ট্রান্সপ্ল্যান্ট গেমস ফাউন্ডেশনের আয়োজনে প্রতি দুই বছর অন্তর অন্তর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।