শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওমানে ইরানি লন্ড্রি সেবা স্টার্ট-আপের যাত্রা শুরু

পোস্ট হয়েছে: জানুয়ারি ৯, ২০১৯ 

news-image
ওমানে অনলাইন লন্ড্রি সেবা কার্যক্রম শুরু করল ইরানি ড্রাই-ক্লিনিং স্টার্ট-আপ। স্টার্ট-আপটির নির্মাতা মোহাম্মাদ রাহি এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, তার স্টার্ট-আপ টিম আঞ্চলিক বাজারে গবেষণা চালিয়ে তাদের কার্যক্রম প্রসারের জন্য ব্যবসায়িক পরিকল্পনা দিয়েছে। 
 
রাহি বলেন, দুবাই, তুরস্ক ও কাতারে অনলাইন লন্ড্রি সেবা চালু রয়েছে। তবে আযারবাইজান, ইরাক ও ওমানে এই ধরনের সেবা নেই বলে জানান। তিনি জানান, ওমানের জনসংখ্যা প্রায় ৫০ লাখ, যাদের অর্ধেকের বেশি অভিবাসী। ওমান ২০১৯ সালে আইটি মার্কেট ও স্টার্ট-আপে বিনিয়োগ করার পরিকল্পনা করছে বলে তিনি জানান। 
 
রাহি আরও জানান, ওমানে বেশ কয়েকটি বড় পেশাদার লন্ড্রি সেবা শিল্প ও প্রতিষ্ঠান থাকলেও তাদের কেউই অনলাইন সেবা দেয় না। 
 
‘‘নিষেধাজ্ঞার কারণে নতুন একটি ব্র্যান্ডের অধীনে, একই অবকাঠামো ও ব্যবসায়িক মডেলে দেশটিতে আমরা আমাদের সেবা দিতে পারি।’’ ইরানি স্টার্ট-আপের জন্য ওমান একটি ভালো বাজার বলে উল্লেখ করেন রাহি। সূত্র: তেহরান টাইমস।