মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ওমর খৈয়ামের সমাধিতে সংস্কার কার্যক্রম শুরু

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৭, ২০২০ 

news-image

কিংবদন্তি ফারসি গণিতবিদ, জ্যোতির্বিদ এবং কবি ওমর খৈয়ামের (১০৪৮-১১৩১) সমাধিতে সম্প্রতি একটি সংস্কার প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে চার মিলিয়ন রিয়াল (৯৫ হাজার মার্কিন ডলার)। নেইশাবুরের পর্যটন প্রধান মোহাম্মাদ-ইসমায়েইলি ইতেমাদি বৃহস্পতিবার এই তথ্য জানান।

তিনি জানান, প্রকল্পটির আওতায় পাথর ও সমাধির ভিত্তি মেরামত করা হবে। সময়ের পরিক্রমায় তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো জীর্ণ এবং ফেটে যাওয়ায় তা সংস্কার করা হচ্ছে।  

১৯৬২ সালে ইরানের উত্তরপূর্ব শহর নেইশাবুরে ওমর খৈয়ামের সমাধি নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেন প্রসিদ্ধ ইরানি স্থপতি হুশাঙ সেইহুন। পরবর্তীতে ১৯৭৫ সালে স্থাপনাটি ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় স্থান পায়। সূত্র: তেহরান টাইমস।