সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয় ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ায় ইরান দলকে আয়াতুল্লাহ খামেনেয়ীর অভিনন্দন  

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২১ 

news-image

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে ইরানের জাতীয় ভলিবল দলকে অভিনন্দন জানিয়েছেন

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, জাতীয় ভলিবল দলের উজ্জ্বল বিজয় ইরানি জাতির জন্য খুবই আনন্দদায়ক। আমি দলের কোচ ও প্রিয় খেলোয়াড়দের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

গত ১৯ সেপ্টেম্বর রোববার ফাইনাল ম্যাচে স্বাগতিক জাপানকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইরানি স্কোয়াড। প্রতিপক্ষকে ইরান ২৭-২৫২৫-২২৩১-২৯ পয়েন্টের ব্যবধানে টানা তিন সেটে পরাজিত করে।

২১তম এশিয়ান সিনিয়র পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ১২ খেকে ১৯ সেপ্টেম্বর জাপানের চিবাতে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে ইরানি কোচ বেহরুজ আতায়েই এশিয়ার সেরা কোচ হিসেবে পরিচিতি লাভ করেন। অন্যদিকে ইরানি খেলোয়াড় সাবের কাজেমি সর্বাপেক্ষা মূল্যবান খেলোয়াড়ের উপাধি লাভ করেন।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে এ নিয়ে ইরান চারবার শিরোপা জিতলো। অন্যদিকে স্বাগতিক জাপান এপর্যন্ত নয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ফাইনাল লড়াইয়ের মধ্য দিয়ে ইরান ও জাপান  উভয়েই ২০২২ এফআইভিবি ভলিবল পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট লাভ করেছে। ইরান প্রেস, মেহর নিউজ।