শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়া প্যাসিফিক সঙ্গীত উৎসবে যাচ্ছে ইরানের তিনটি দল

পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০১৭ 

news-image

শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোতে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক সঙ্গীত উৎসবে অংশ নিচ্ছে ইরানের তিনটি গায়ক দল। আগামী ২১ থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে এই উৎসব।এতে ইরানের গায়ক দল টোনাল কয়ার, আভায়ি মাহান কয়ার ও পিস কয়ার সঙ্গিত পরিবেশন করবে।

২০১৪ সালে টোনাল মিউজিক একাডেমি গঠিত হওয়ার পর মিলাদ ওমরালুর পরিচালনায় টোনাল কয়ার যাত্রা শুরু করে। এ গায়ক দলটি ওয়ার্ল্ড কয়ার কাউন্সিলে ইরানের প্রতিনিধিত্ব করছে। এ দলটি সমসাময়িক ইরানি ও আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনা করে।

আভায়ি মাহান কয়ার পরিচালনা করছেন নিমা ফাতেহি। ২০১৫ সালে বার্সেলোনায় কান্তা আল মার ইন্টারন্যাশনাল কয়ার ফেস্টিভালে আভায়ি এ্যাওয়ার্ড পায়।

পিস কয়ারের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদরেজা পুরমোকাদ্দাম। ইউরোপিয় আধুনিক সঙ্গীত পরিবেশন করে থাকে এ দলটি। বিশ্বের ৪১টি সঙ্গীত দল কলম্বোতে সঙ্গীত উৎসবে যোগ দিচ্ছে। আর এজন্যে রেজিস্ট্রেশনের শেষ সময় ২৪ এপ্রিল।

সূত্র: তেহরান টাইমস।