সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২০ 

news-image

ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত ৩৩তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরান। রোববার ফাইনাল ইভেন্ট শেষে প্রথম স্থান অধিকার করেন দেশটির ফ্রিস্টাইল কুস্তিগীররা।

দুদিনের প্রতিযোগিতায় দশটি ওজন-শ্রেণির প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে আটটি মেডেল ঘরে তোলেন ইরানের ফ্রিস্টাইলাররা। সর্বোচ্চ সংখ্যা পদক জিতে দেশটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রোববার ৯২ কেজি ওজন-শ্রেণির কুস্তিগীর মোহাম্মাদজাভাদ মোহাম্মাদ ইব্রাহিম স্বর্ণপদক লাভ করেন। তিনি জাপানি প্রতিপক্ষ তাকুমা ওতসুকে ১১-০ পয়েন্টে হারিয়ে প্রথম হন। অন্যদিকে ৮৬ কেজির ফাইনাল বুটে জাপানের শুতারো ইয়ামাদার কাছে পরাজিত হন ইরানের আহমাদ ইউসেফ বাজরিঘালেহ।

৭৪ কেজিতে ইরানের মোস্তাফা মোহাব্‌বালি হোসেইনখানি মঙ্গোলিয়ার সুমিয়াবাজার জান্দানবুদকে ৫-০ পয়েন্টে পরাজিত করেন, ঘরে তোলেন ব্রোঞ্জ মেডেল। ১২৫ কেজিতে তাজিকিস্তানের ফারখোদ আনাকুলোভকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেন পারভিজ হাদি।

এরআগে প্রথম দিনে একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ মেডেল লাভ করেন ইরানি কুস্তিগীররা। ফ্রিস্টাইল কুস্তি চ্যাম্পিয়নশিপে শনিবার প্রথম দিনে সকল প্রতিপক্ষকে পরাজিত করেন ইরানি কুস্তিগীররা। উঠে যান সেমিফাইনালে।

 প্রথম পাঁচটি ওজন-শ্রেণির ৯৭ কেজিতে ইরানের মোজতাবা গোলেইজ স্বর্ণপদক লাভ করেন। ৭০ কেজিতে রুপার মেডেল জিতেন আমির হোসেইন। অন্যদিকে ৬৫ কেজি ও ৭৯ কেজিতে ব্রোঞ্জপদক লাভ করেন যথাক্রমে আমির হোসেইন মাঘদুদি ও আলি সাভাধকুহি।

ইরান মোট ১৬৮ পয়েন্ট নিয়ে এশিয়া কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে। ১৫৯ টয়েন্ট নিয়ে ভারত রানার্স-আপ ও ১৪৬ পয়েন্ট নিয়ে কাজাখস্তান তৃতীয় স্থান অধিকার করে। সূত্র: তেহরান টাইমস।