শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান ভলিবলে জাপানকে হারিয়েছে ইরান 

পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০২৩ 

news-image
শনিবার ২০২৩ এশিয়ান পুরুষদের অনূর্ধ্ব-১৬ ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ইরান জাপানকে ৩-২ (২২-২৫, ১৭-২৫, ২৫-২০, ২৫-২২, ১৫-১০) ব্যবধানে হারিয়েছে।
ঐতিহাসিক মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিযোগিতার বিজয়ী তিনটি দল এশিয়া থেকে আগামী বছরের এফআইভিবি ভলিবল বয়েজ অনূর্ধ্ব-১৭ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করবে।
আট দিনের টুর্নামেন্টকে চারটি পুলে বিভক্ত করা হয়েছে – পুল এ, বি, সি এবং ডি।
আয়োজক উজবেকিস্তান, কাজাখস্তান এবং হংকং চীন পুল এ তে রয়েছে এবং পুল বি তে রয়েছে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া (বাহরাইন ও ভারত প্রত্যাহার করেছে)। সৌদি আরব ইরান, চীন ও জাপানের সাথে পুল সি-তে রয়েছে। অন্যদিকে পুল ডি তে পাকিস্তান, মঙ্গোলিয়া ও চাইনিজ তাইপেই রয়েছে। সূত্র: তেহরান টাইমস।