মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এফআইভিবি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে বিধ্বস্ত করলো ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০২১ 

news-image

তেহরানে চলমান এফআইভিবি ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তিন সেটে ভারতকে বিধ্বস্ত কর দুর্দান্ত জয় ঘরে তুলেছে ইরান অনূর্ধ্ব-১৯ জাতীয় ভলিবল দল। ফারসি  স্কোয়াড প্রতিপক্ষদের ৩-০ ব্যবধানে হারিয়ে এই জয় লাভ করে।

ইরানি ভলিবল দল দক্ষিণ এশিয়ার এই প্রতিদ্বন্দ্বীকে ২৫-২২, ২৫-১৫ ও ২৫-২২ টানা তিন সেটেই পরাজিত করে।

এরআগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভারত দুবারের আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে (১৭-২৫, ২৫-২৩, ২৫-২১, ২৬-২৪) ৩-১ সেটের ব্যবধানে পরাজিত করে।

ইরানের রাজধানী তেহরানের আজাদি স্টেডিয়ামে ২০২১ এফআইভিবি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।