বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এডিনবার্গ উৎসবে দর্শক পুরস্কার জিতল ইরানের ‘উইনারস’

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০২২ 

news-image
স্কটল্যান্ডের এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানি নাটক ‘উইনারস’ দর্শক পুরস্কার জিতেছে।
গত সপ্তাহে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইরানি-ব্রিটিশ পরিচালক হাসান নাজের বলেন, “ইআইএফএফ-এ শ্রোতা পুরস্কার জেতা মানে আমার কাছে সব কিছু। চলচ্চিত্র নির্মাতা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আমি এই দিকে কাজ করছি। আমি দর্শকদের জন্য চলচ্চিত্র বানাই এবং তা চালিয়ে যাবো।”স্কটিশ অ্যানিমেটর উইল অ্যান্ডারসন এবং আইন্সলি হেন্ডারসন পরিচালিত ‘এ ক্যাট কলড ডোম’ সেরা ফিচার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস।