এএফসি ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপে রানার্স আপ ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০১৯

এএফসি ২০১৯ ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়েছে ইরান। শনিবার থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি ২০১৯ ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইরানকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে জাপান। ইরানি ফুটসল দলের কোচ ইসমাইলি তাঘিপুর বলেন, খেলার শুরু থেকেই আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছে। শিরোপা জয় করতে না পরলেও আমাদের খেলোয়াড়দের প্রচেষ্টায় আমরা গর্বিত। উজবেকিস্তান খেলায় তৃতীয় স্থান অধিকার করেছে। মেহর নিউজ।