এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে রানার্সআপ ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২১
২০২১ এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে ইরানি ক্লাব শাহরদারি সারজান। শনিবার ফাইনাল ম্যাচে জর্ডানের আম্মান দলের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থান অধিকার করে ইরানি ক্লাবটি।
অধিনায়ক মেইসা জাবারাহ ও শাহনাজ জেবরিনের গোলে শিরোপা নিশ্চিত করে আম্মান। এর আগে বুধবার এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে ভারতের নারী ফুটবল ক্লাব গোকুলামের বিরুদ্ধে ১-০ গোলে জয় লাভ করে ইরানি মেয়েরা। তার আগে চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বুনিয়োদকর ক্লাবকে হারায় দলটি। সূত্র: তেহরান টাইমস।