রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এই অঞ্চলে ইরানেরই রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার: কমান্ডার

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ 

news-image

ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, ইরানের সেনাবাহিনীর কাছে এই অঞ্চলের সবচেয়ে বড় হেলিকপ্টার বহর রয়েছে। ইরানের বার্তা সংস্থা আইআরআইবি আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।

কমান্ডার হেইদারি সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিটে নানা ইতিবাচক পরিবর্তন আনার কথা জানিয়ে আরও বলেছেন, হেলিকপ্টারে যেসব ক্ষেপণাস্ত্র বসানোা হয়েছে সেগুলোর পাল্লা ছিল ২ ও ২০ কিলোমিটার। এই পাল্লা বাড়িয়ে ২০০ কিলোমিটার করা হয়েছে। এসব হেলিকপ্টার সাগরে ভাসমান ও চলমান লক্ষ্যবস্তুতে ২০০ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে পারে।

ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার বলেন, ইরানের হেলিকপ্টারগুলো ইলেকট্রনিক যুদ্ধে আত্মরক্ষার ক্ষমতাসম্পন্ন এবং ইরানি বিশেষজ্ঞরা ৮০০ এর বেশি যন্ত্রাংশ তৈরি করেছে যাতে এই শিল্প কোনো ধরণের সমস্যায় না পড়ে।

ইরানের এই কমান্ডার আরও বলেন, কঠোরতম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের হেলিকপ্টার বহর দুর্বল হয়নি বরং স্বনির্ভরতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে গেছে। পার্সটুডে/