বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

উত্তর-পশ্চিম ইরানে প্রাচীন পেট্রোগ্লাইফ আবিষ্কার

পোস্ট হয়েছে: মে ২৬, ২০২২ 

news-image
উত্তর-পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজেকান কাউন্টিতে সম্প্রতি কয়েক ডজন পাথরে খোদাই করা ঐতিহাসিক পেট্রোগ্লাইফ আবিষ্কার হয়েছে। বুধবার প্রাদেশিক পর্যটন প্রধান আহমদ হামজেহজাদেহ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারজেকানের কিছু ঐতিহাসিক শিলা খোদাই সম্পর্কে পূর্ববর্তী গবেষণা এবং প্রমাণের ফলস্বরূপ কাউন্টির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প বিভাগের প্রত্নতাত্ত্বিক এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল দশ হাজার পেট্রোগ্লাইফ পরিদর্শন ও চিহ্নিত করেন।ইরানি ওই কর্মকর্তা জানান, এই পেট্রোগ্লাইফগুলোর আপেক্ষিক এবং প্রাথমিক কালানুক্রম অনুযায়ী এগুলো প্রাগৈতিহাসিক যুগের।
এই পেট্রোগ্লাইফগুলোর তথ্য সম্পূর্ণ করার জন্য বিশেষজ্ঞরা বিশেষভাবে গবেষণা এবং অধ্যয়ন করেছেন। সূত্র: তেহরান টাইমস।