শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

উচ্চগতির বিদ্যুৎ রেল স্থাপনে ইরান-চীন চুক্তি সই

পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০১৭ 

news-image

উচ্চগতির বিদ্যুৎ-রেললাইন বসানোর জন্য চীনের সঙ্গে দেড়শ কোটি ডলারের চুক্তি সই করেছে ইরান। রাজধানী তেহরান এবং দেশটির মাশহাদ নগরীর মধ্যে উচ্চগতির বিদ্যুৎ-রেল লাইন বসানোর জন্য এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের (এক্সিম) সঙ্গে এ চুক্তি সই করা হয়।

এক্সিমের ভাইস প্রেসিডেন্ট সুন পিং এবং ইরানের ব্যাংক অব ইন্ডাট্রিস অ্যান্ড মাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলি আশরাফ আফখামি এ চুক্তি সই করেন। ১৬ মাস ধরে ব্যাপক আলোচনার পর এ চুক্তি সই হলো।

চীনা বিনিয়োগের ক্ষেত্রে ইরান সরকারের নিশ্চয়তা দেবে ইরানি ব্যাংক। ১৮ মাস আগে  পরমাণু সমঝোতা সইয়ের পর রেল চুক্তি করা ঘটনাকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে মন্তব্য করেছেন আফখামি।

৯২৬ দীর্ঘ রেল লাইনে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কাজ করছে চীনের ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)। ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়ের (আইআরআইআর) সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এ কাজ চলছে।

এদিকে, আগামী ১০ বছরে ২৫০০ কোটি ডলার ডলার ব্যয়ে দেশের রেলওয়ে আধুনিকীকরণ এবং বিস্তারের পরিকল্পনা নিয়েছে ইরান। সূত্র: তেহরান টাইমস।