মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইসলামি পোশাকে রেসলিং খেলতে পারবেন মুসলিম নারীরা

পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০১৭ 

news-image

মুসলিম নারীরা এখন থেকে ইসলামি পোশাক বিধি মেনে রেসলিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ইরানের রেসলিং ফেডারেশনের এ সংক্রান্ত একটি প্রস্তাবনা গ্রহণ করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) । এ তথ্য জানিয়েছে ইরানের রেসলিং ফেডারেশন।

গত বছরের ডিসেম্বরে তুরস্কের ইস্তান্বুলে ইউডব্লিউডব্লিউ কমিটিতে প্রস্তাবটি দিয়েছিল ইরান।

গণমাধ্যমের তথ্যমতে, ইরানের ‘থ্রি এ সাইড’ মহিলা রেসলিং টুর্নামেন্টের আয়োজন করার কথা রয়েছে। এতে ইরান ও বিদেশ থেকে রেসলাররা অংশ নেবেন।

আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনও (এফআইবিএ) চলতি বছরের অক্টোবর থেকে নতুন পোশাক বিধি প্রয়োগের বিষয়ে সম্মত হয়েছে। যেখানে মুসলিম নারী খেলোয়াড়দের আহত হওয়ার ঝুঁকি যথাসাধ্য কমিয়ে হেডস্কার্ফ পরার অনুমতি দেয়া হয়েছে এবং টিমের সবার হেডস্কার্ফ একই রঙের হতে হবে।

সূত্র: তেহরান টাইমস।