ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০২১

বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া।
যদিও করোনা সংকট এবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘ পরিবেশে ইংরেজি নববর্ষ উদযাপনকে কিছুটা বাধাগ্রস্ত করছে কিন্তু আমরা আশা করছি পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে এই সংকটের অবসান হবে এবং নতুন বছরটি বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষের জন্য সুখ, শান্তি এবং সাফল্যে পরিপূর্ণ হবে।