ইরান-রুশ-তুরস্ক বৈঠক: যোগ দিচ্ছেন জারিফ
পোস্ট হয়েছে: নভেম্বর ১৯, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/11/4bn3920880c629xhop_800C450.jpg)
তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের জন্য তুরস্কে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তার সঙ্গে রয়েছে উঁচু পর্যায়ের একটি প্রতিনিধিদল।
রোববার তুরস্কের আনাতোলি শহরে ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে যোগ দেবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তুর্কি পররাষ্টমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
আগামী বুধবার রাশিয়ার সোচি শহরে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। এর আগে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে বৈঠকে বসছেন। মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে শনিবার তিন দেশের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক হয়েছে তেহরানে।
সিরিয়া ইস্যুতে জেনেভায় গুরুত্বপূর্ণ সম্মেলনে হতে যাচ্ছে। ওই সম্মেলনে তিন দেশের অবস্থান ও নীতি কী হবে তা নিয়ে আলোচনা করতে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৈঠকে বসতে যাচ্ছেন। এ তিন দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাত দফা বৈঠক হয়েছে এবং সেসব বৈঠক থেকে সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যার ফলে যুদ্ধবিধ্বস্ত আরব দেশটিতে সহিংসতা ব্যাপকমাত্রায় কমে গেছে।- পার্সটুডে|