ইরান ও কিরগিজিস্তানের মধ্যে ১২ শতাংশ বাণিজ্য বৃদ্ধি
পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/10/n83049873-72575102-1.jpg)
ইরানে কিরগিস্তানের রাষ্ট্রদূত আভাজবেক আব্দুরজাকোভ বলেছেন, চলতি বছরে তার দেশের সঙ্গে তেহরানের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে অন্তত ১২ শতাংশ। বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানান, বাণিজ্যের এ পরিমাণ ৬ কোটি ডলার। আব্দুরজাকোভ বলেন, দুটি দেশের মধ্যে সরাসরি বিমান চালু হলে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। তিনি ইরানের বিনিয়োগকারীদের তার দেশে আরো বিনিয়োগের আহবান জানান। কিরগিজিস্তানের কৃষি, শিল্প ও সংস্কৃতিতে এধরনের বিনিয়োগের সুযোগ বেশ রয়েছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। তিনি বলেন, তার দেশ ইরানের জন্যে সব ধরনের সহযোগিতা বৃদ্ধি করতে চায়। ইরনা ।