বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান ও ইন্দোনেশিয়া ২ বিলিয়ন ডলারের বাণিজ্য করবে আগামী বছর

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০১৬ 

news-image

আগামী বছর ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডলারে উন্নিত হবে বলে জানিয়েছেন ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মাহমুদ ভায়েজি।

তেহরানে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রতিনিধিদলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ইরান সফর করছেন। দুটি দেশের মধ্যে ব্যাংকিং, স্টক এক্সচেঞ্জ, তেল, কাগজ, খাদ্য সহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুটি দেশের চেম্বার অব কমার্সের মধ্যে এসব চুক্তি হয়।

বার্তা সংস্থা ইরনা জানায়, ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান রোসান পার্কাসা রোয়েলানি জানান, ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে গত বছর বাণিজ্যের পরিমাণ ছিল ২৭৩ মিলিয়ন ডলার। চলতি ফার্সি বছরের প্রথম সাত মাসে ইরান ইন্দোনেশিয়ায় ৭৩ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময় ইন্দোনেশিয়া থেকে আমদানি করেছে প্রায় ৮৩ মিলিয়ন ডলারের পণ্য।  সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন