ইরান ও আরব সাংস্কৃতিক সংলাপ
পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০১৭
আরব দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক সংলাপ শুরু করেছে ইরান। শনিবার তেহরানে ইরানের সাংস্কৃতিক জগতের পুরোধা ব্যক্তিরা বিভিন্ন আরব দেশগুলোর সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে ৩ দিনের সংলাপ শুরু করেছেন। এ সংলাপের শিরোনাম হচ্ছে ‘দি কালচারাল ডায়লগ বিটুইন ইরান এন্ড আরব ওয়ার্ল্ড’। ইরানের কাজভিন ও কোম শহরে এ সংলাপ চলছে। ইরানের ইসলামিক কালচার এন্ড রিলেসন্স অর্গানাইজেশন এ সংলাপের আয়োজন করেছে। তবে এ সংলাপের সমাপনী অনুষ্ঠান হবে মাশহাদে। ইমাম রেজা (আ:)এর মাজার মাশহাদে এবং এ শহরটি এ বছর মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে এ বছর ঘোষণা করা হয়েছে। সূত্র: মেহের নিউজ