ইরান আঙ্গুর উৎপাদনে বিশ্বে ৮ম
পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/08/04-zs-grape_production_116-ab.jpg)
বছরে প্রায় ৩২ লাখ টন আঙ্গুর উৎপাদনের মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ আঙ্গুর উৎপাদনকারী দেশের তালিকায় ৮ম স্থান অধিকার করেছে ইরান। দেশটির কৃষি উপমন্ত্রী মোহাম্মদ আলী থামাসেবি এ তথ্য জানান। ইতালি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র বিশ্বে সর্বাধিক আঙ্গুর উৎপাদনকারী দেশ।
কৃষি উপমন্ত্রী আলী আরো জানান, ইরানে আঙ্গুর চাষ করা হয় ২ লাখ ৯৪ হাজার হেক্টর জমিতে। এসব জমির ৭০ ভাগ কৃষি সেচের আওতায় ও বাকি জমিতে বৃষ্টির পানি নির্ভর এ ফলের চাষ হয়ে থাকে।
ইরানের কুর্দিস্তান, কাজভিন, উত্তর খোরাসান, পূর্ব ও পশ্চিম আজারবাইজানে আঙ্গুর চাষ হয়ে থাকে।
সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন।