শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরান ‘অতুলনীয় নৌ শক্তি’ অর্জন করেছে: আইআরজিসি প্রধান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ 

news-image

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি সমুদ্র যুদ্ধে এলিট এই বাহিনীর অত্যাধুনিক সক্ষমতার ওপর জোর দিয়ে বলেছেন, ইরানের মাটিতে কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না।

বুধবার

 

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে আইআরজিসির নৌ শাখার জন্য কিছু স্পিডবোট এবং অন্যান্য সামরিক প্রযুক্তি উন্মোচন করা হয়।

জেনারেল সালামি ইরানের উচ্চ-প্রযুক্তিগত সামুদ্রিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করে বলেন, শত্রুর হুমকি মোকাবেলা করতে সক্ষম নৌবাহিনী গড়ে তোলা একটি দেশের প্রতিরোধ ক্ষমতার “সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান”। তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব নৌশক্তির সামনে একটি শক্তিশালী নৌশক্তির অবশ্যই “কিছু বলার থাকে।”

সালামি বলেন, আইআরজিসি নৌ-যুদ্ধ প্রযুক্তি এবং স্বাধীন নৌচলাচলের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, “নৌ যুদ্ধের মধ্যে নৌযান চলাচল সম্পূর্ণ শক্তিশালী এবং স্বাধীন হতে হবে। নৌ যুদ্ধ আসলে প্রযুক্তির যুদ্ধ। ইরানের ওপর কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না।” পার্সটুডে/