ইরানে ৬ সেপ্টেম্বর থেকে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেয়া শুরু
পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২০
ইরানে আগামী ৬ সেপ্টেম্বর থেকে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেয়া শুরু হবে। ইরানের শিক্ষার্থী বিষয়ক সংগঠনের প্রকাশিত একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
স্টুডেন্ট অ্যাফেয়ার্স অরগানাইজেশনের (এসএও) প্রধান বুধবার বলেন, ইরানে বিদেশি স্নাতক শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এসব স্নাতক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার জন্য সেপ্টেম্বরে আবেদন করতে পারবে।
এসএও এর বিবৃতিতে বলা হয়, নতুন মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৬ সেপ্টেম্বর থেকে ভিসা দেয়া শুরু হবে।
বিবৃতিতে আরও বলা হয়, করোনা ভাইরাস মহামারির আগে যেসব বিদেশি শিক্ষার্থী ইরান ছেড়ে গেছে এবং যাদের ভিসার মেয়াদ এখনও শেষ হয় নাই তারা এবং বাড়িতে থাকা অবস্থায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আগামী ১ অক্টোবর পর্যন্ত ভিষার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হবে না। তারা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে ইরানে প্রবেশ করতে পারবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।