ইরানে ১ মাসে ২৫ হাজার দূষণকারী যানবাহন স্থানান্তর
পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০১৭

গত এক মাসে ইরানে দূষণ সৃষ্টি করে এমন ২৫ হাজার যানবাহন সরিয়ে ফেলা হয়েছে। দেশটির পরিবেশ বিভাগের এক কর্মকর্তা এ মাসুদ তাজরিশি জানান, রেকর্ড পরিমাণ পুরোনো গাড়ি স্থানান্তর করা হয়েছে কারণ এসব যানবাহন বায়ু ও পরিবেশ দূষণ করছিল।
ইরানে প্রতিবছর দশ লাখ নতুন যানবাহন রাস্তায় নামে। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ ও বায়ু দূষণ যাতে না হয় সেজন্যে পুরাতন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি সরিয়ে ফেলা হয়। একটি আমদানি গাড়ির বিপরীতে অন্তত ৫টি পুরাতন গাড়ি সরিয়ে ফেলার নীতি অনুসরণ করা হয় দেশটিতে। তাজরিশি জানান, কোনো গাড়ি অন্তত প্রতি কিলোমিটার পথ চলতে সাড়ে ৮ লিটার তেল খরচ করলে তা পুরোনো ও অচল বলে গণ্য হয়।
এধরনের পরিবেশ দূষণে যে শুধু বায়ু দূষণ ঘটে থাকে তা নয়, তাপমাত্রা বেড়ে যায় এবং বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বৃদ্ধি পায়।- ফিনান্সিয়াল ট্রিবিউন