ইরানে ১০টি হোটেল নির্মাণ করবে স্টাইগেনবার্গার
পোস্ট হয়েছে: জুন ১, ২০১৬
জার্মানের বিখ্যাত হোটেল ব্যবসা প্রতিষ্ঠান স্টাইগেনবার্গার ইরানে ১০টি আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল নির্মাণ করবে। আগামী ১০ বছরের মধ্যে এ নির্মাণ কাজ শেষ করবে জার্মানির এ সেবাখাত কোম্পানি। স্টাইগেনবার্গার হোটেলের প্রধান নির্বাহী পুনিত চাতাওয়াল গত রোববার তেহরানে এ নির্মাণ কাজের চুক্তিতে স্বাক্ষর করেছেন। আগামী বছর গুলোতে ইরানে আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি ও বিদেশি নাগরিক ও পর্যটকদের ব্যাপক ভ্রমণের সম্ভাবনার দিকে লক্ষ্য রেখেই এসব হোটেল নির্মাণ করা হবে।
এছাড়া ইরানের চার ও পাঁচ তারকা হোটেল নির্মাণ আরো বৃদ্ধি করা হচ্ছে। তুরস্ক ও আজারবাইজান এধরনের হোটেল নির্মাণে রাজি হয়েছে। আগামী ১০ বছরে এধরনের হোটেল নির্মাণ করা হবে অন্তত ২৫টি। স্টাইগেনবার্গার হোটেলের প্রধান নির্বাহী আশা করছেন ইরানে সামনের দিনগুলোতে পর্যটন ব্যবসা আরো উন্নত হবে এবং এধরনের হোটেল এখাতে বেশ সহায়ক ভূমিকা পালন করবে। ১৩টি দেশে স্টাইগেনবার্গার ইতিমধ্যে ১২০টি আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল নির্মাণ করেছে।সূত্র্: তেহরান টাইমস