রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে সেবা দিচ্ছে ২৮০টি জেনেটিক কাউন্সেলিং সেন্টার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২০ 

news-image

ইরানের কল্যাণ সংস্থার প্রতিরোধ উন্নয়ন কেন্দ্রের প্রধান ফাতেমেহ রেজভান মাদানি জানিয়েছেন, বর্তমানে ইরানে দেশব্যাপী ২৮০টি কেন্দ্র জনগণকে জেনেটিক কাউন্সেলিং সেবা দিয়ে যাচ্ছে। কল্যাণ সংস্থার সহায়তায় জেনেটিক কাউন্সেলিং কেন্দ্রের সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

মাদানি আরও জানান, গত বছর (মার্চ ২০১৯ থেকে মার্চ ২০২০) এসব কেন্দ্রে ৩ লাখ ৮৪ হাজার পরিবারকে কাউন্সেলিং সেবা দেয়া হয়েছে। ফলে ১ হাজার ৪৪৪টি প্রতিবন্ধী শিশুর জন্ম ঠেকানো সম্ভব হয়েছে। এছাড়াও গর্ভপাতের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে বলে তিনি জানান। সূত্র: তেহরান টাইমস।