ইরানে সুবিধাবঞ্চিতরা পাচ্ছে সাড়ে ছয় হাজার ঘর
পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২১

ইরানে দেশব্যাপী সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে বণ্টন করা হবে সাড়ে ছয় হাজার ঘর। ইমাম খোমেইনী রিলিফ ফাউন্ডেশন ও ইসলামিক রিভোলুশনারি গার্ড কোর এসব ঘর বণ্টন করবে। শনিবার এই খবর দিয়েছে আইআরআইবি।
ইমাম খোমেইনী রিলিফ ফাউন্ডেশনের প্রধান মোরতেজা বখতিয়ারি জানান, সংশ্লিষ্ট কর্মসূচি ও বরাদ্দ সংস্থার সাথে ২৫ হাজার গৃহ ইউনিট নির্মাণের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এবছরের শেষ নাগাদ এসব ঘর নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় একই সংখ্যক ঘর হস্তান্তর করা হয়েছে।
অতিসম্প্রতি ইমাম খোমেইনী রিলিফ ফাউন্ডেশন ও ইসলামিক রিভোলুশনারি গার্ড কোর পল্লি অঞ্চলগুলোতে বসবাসরত সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য আরও ৫০ হাজার ঘর নির্মাণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। সূত্র: তেহরান টাইমস।