ইরানে যমজ শিশুদের জন্য নববর্ষের উপহার
পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/03/12_Gift1.jpg)
ইরানে যে সব পরিবারে যমজ শিশু জন্মগ্রহণ করেছে তাদের জন্যে নববর্ষের উপহার হিসেবে ৩০ ডলার করে দেয়া হবে। এধরনের উপহার ইরানে প্রথমবারের মত দেয়া হচ্ছে। দেশটির স্টেট ওয়েলফেয়ার অর্গানাইজেশন জানিয়েছে, যে সব পরিবার যমজ শিশু জন্ম দিয়েছে তাদের পরিচর্যায় কোনো সমস্যা হচ্ছে কি না তাও খতিয়ে দেখবে ও প্রয়োজনীয় সহায়তা দেবে।
অর্গানাইজেশনের প্রধান আনোশিরাভান মোহসেনি বান্দপেই জানিয়েছেন, এ পর্যন্ত ১০ হাজার পরিবারকে তালিকভুক্ত করা হয়েছে যাদের ঘরে যমজ শিশুর জন্ম হয়েছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন