বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ব্যাংকগুলোকে সুদমুক্ত বিবাহ ঋণ দেয়ার নির্দেশ

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০১৬ 

news-image
ইরানে ব্যাংকগুলোকে প্রতিমাসে অন্তত দেড় লাখ সুদমুক্ত বিয়ে ঋণ দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গত ২২ জুলাই থেকে এ নির্দেশ ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে মেনে চলতে     বলা হয়েছে। ইরানে তরুণ তরুণীদের বিয়ের ওপর বেশ গুরুত্ব দিয়েছে দেশটির সরকার। এজন্যে তরুণ প্রজন্ম যাতে বিয়ে করতে গিয়ে কোনো আর্থিক সমস্যায় না পড়েএ বিষয়টি বিবেচনা করে এধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশাবলি দেয়া হয়।
 
এখন থেকে প্রতি দুই মাস অন্তর ব্যাংকগুলো বিয়ে ঋণ দিচ্ছে কি না তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। ইরানে বিয়ে ঋণের পরিমাণ হচ্ছে দুই হাজার ৮শ মার্কিন ডলার। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন