বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিভিন্ন অঞ্চলে শেল তেলের বিশাল মজুদ আবিষ্কার

পোস্ট হয়েছে: এপ্রিল ৯, ২০২৪ 

news-image

দেশব্যাপী ভিন্ন ভিন্ন ১০টি স্থানে শেল তেলের বিশাল মজুদ আবিষ্কার করেছে ইরান৷ন্যাশনাল ইরানি অয়েল কোম্পানি (এনআইওসি) এই তথ্য জানিয়েছে।

এনআইওসি-এর অন্বেষণ পরিচালক মেহেদি ফকৌর জানিয়েছেন, তার কোম্পানির বিশেষভাবে ডিজাইন করা মডেল এই সম্পদগুলি থেকে তেল উত্তোলন করতে সক্ষম৷

নতুন এই অনুসন্ধানের ফলে ইরানের অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদে আরও আড়াই বিলিয়ন ব্যারেল তেল যুক্ত হয়েছে।

তিনি আরও জানান, তেলমন্ত্রী শীঘ্রই আবিষ্কারের কথা ঘোষণা করবেন।

দেশীয় কোম্পানিগুলি তেল শেল সম্পদ আহরণের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনার অধিকারী বলে জানান ফাকৌর। সূত্র: মেহর নিউজ