রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে বিজ্ঞানভিত্তিক কোম্পানি শতভাগ বেড়েছে

পোস্ট হয়েছে: অক্টোবর ৪, ২০২০ 

news-image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত সাত বছরে দেশে বিজ্ঞানভিত্তিক ফার্মের সংখ্যা শতভাগ বেড়েছে। বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

ইরানের তেহরান, আলবোরজ ও মারকাজি প্রদেশে কিছু সংখ্যক জাতীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তি প্রকল্প উদ্বোধন করতে এই কনফারেন্সের আয়োজন করা হয়। এসময় তিনি বলেন, এসব প্রকল্প দেশের বৈজ্ঞানিক উন্নতি সাধনে সাহায্য করবে।

হাসান রুহানির উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্লাজমা থেকে নেওয়া পণ্যের উৎপাদন লাইন, এইচপিভি ভ্যাকসিনের উৎপাদন লাইন, সেরট্রালাইন মেডিসিনের কাঁচামালের উৎপাদন লাইন এবং বায়োফসফেট বায়োরুনের উৎপাদন লাইন, বিট্রুট, শসা এবং টমেটোর সংকর বীজ।

রুহানি আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের কাঁচামাল আমদানি হলে এর মধ্যে ৪শ মিলিয়ন ডলারের কাঁচামাল দেশীয়ভাবে উৎপাদন করা যেতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।