শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ফিরিয়ে আনা হল ৪৩ শহীদের লাশ

পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০২১ 

news-image

ইরাকের সীমান্ত অঞ্চল থেকে  ইরানে ফিরিয়ে আনা হল ৪৩ শহীদের লাশ। ১৯৮৭ সালে ইরাকের সঙ্গে যুদ্ধে এসব ইরানি সেনা শহীদ হন। সম্প্রতি ইরাকের শালামাচেহ সীমান্তে এসব ইরানি সেনার লাশের খোঁজ মেলে। ভালফজর, খাইবার ও বদর অপারেশনে এরা নিহত হন। একই যুদ্ধে ইরানের অভ্যন্তরে চারজন ইরাকি সেনার লাশের সন্ধান মেলে। এক অনুষ্ঠানে উভয় দেশের সেনাদের লাশ হস্তান্তর হয়। তেহরান টাইমস