ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন বাংলাদেশে অবস্থিত ইরানি নাগরিকরা
পোস্ট হয়েছে: জুন ১৮, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/06/rr২২২.jpeg)
আজ ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭ টায় ৭৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দেশটির পাশাপাশাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইরানি দূতাবাসগুলোতেও আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অবস্থিত ইরান দুতাবাসে আজ ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮.০০ টায়। এতে বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা নাফার, ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাতসহ বাংলাদেশে বসবাসরত ইরানি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিশ্বের ১০১টি দেশে অবস্থানরত প্রবাসী ইরানি নাগরিকরাও তাদের প্রেসিডেন্টকে বেছে নেয়ার জন্য ভোট দেন। ওইসব দেশে ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয় ৪৫০টি কেন্দ্র।
এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি।এর আগে অন্যতম প্রার্থী মেহের আলীজাদে অপর সংস্কারপন্থী প্রার্থী আব্দুন নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ান এবং অন্য দুই প্রার্থী আলীরেজা যাকানি ও সাঈদ জালিলি নিজেদের প্রত্যাহার করে নিয়ে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতি সমর্থন ঘোষণা করেন।
বিশ্বের ২২৬টি গণমাধ্যমের প্রায় ৫০০ সাংবাদিক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর কভার করার জন্য ইরানে এসেছেন।
ইরানের নির্বাচনি আইন অনুযায়ী- কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেয়া হবে।